পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচারক
১২৩

দুই বাহু তাঁর তুলিয়া উধাও
কহিলেন ডাকি, “রঘুনাথ রাও,
নগর ছাড়িয়া কোথা চলে যাও
 না লয়ে পাপের শাস্তি।”

নীরব হইল জয়কোলাহল,
 নীরব সমরবাদ্য।
“প্রভু, কেন আজি” কহে রঘুনাথ—
“অসময়ে পথ রুধিলে হঠাৎ,
চলেছি করিতে যবননিপাত
 জোগাতে যমের খাদ্য।”

কহিলা শাস্ত্রী, “বধিয়াছ তুমি
 আপন ভ্রাতার পুত্র।
বিচার তাহার না হয় য’দিন
ততকাল তুমি নহ তাে স্বাধীন,
বন্দী রয়েছ অমােঘ কঠিন
 ন্যায়ের বিধানসূত্রে"

রুষিয়া উঠিলা রঘুনাথ রাও,
 কহিলা করিয়া হাস্য-