পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
কথা

“নৃপতি কাহারও বাঁধন না মানে
চলেছি দীপ্ত মুক্ত কৃপাণে,
শুনিতে আসি নি পথমাঝখানে
 ন্যায়বিধানের ভাষ্য।”

কহিলা শাস্ত্রী, “রঘুনাথ রাও,
 যাও করে গিয়ে যুদ্ধ।
আমিও দণ্ড ছাড়িনু এবার,
ফিরিয়া চলিনু গ্রামে আপনার,
বিচারশালার খেলাঘরে আর
 না রহিব অবরুদ্ধ।”

বাজিল শঙ্খ, বাজিল ডঙ্ক,
 সেনানী ধাইল ক্ষিপ্র।
ছাড়ি দয়া গেলা গৌরবপদ,
দূরে ফেলি দিলা সব সম্পদ,
গ্রামের কুটিরে চলি গেলা ফিরে
 দীন দরিদ্র বিপ্র।

৩ অগ্রহায়ণ ১৩০৬