পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কথা

নাহি শােনে কেহ, প্রাণহীন দেহ
 সাড়া নাহি দিল আর।
প্রভুর কর্মে বীরের ধর্মে
 বিরােধ মিটাতে আজ
দুর্গদুয়ারে ত্যজিয়াছে প্রাণ
 দুর্গেশ দুমরাজ।

অগ্রহায়ণ ১৩০৬