পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৩

দেবতার গ্রাস

গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে
মৈত্রমহাশয় যাবে সাগরসঙ্গমে
তীর্থস্নান লাগি। সঙ্গীদল গেল জুটি
কত বালবৃদ্ধ নরনারী; নৌকা দুটি
প্রস্তুত হইল ঘাটে।


   পুণ্যলােভাতুর
মােক্ষদা কহিল আসি, “হে দাদাঠাকুর,
আমি তব হব সাথি।” বিধবা যুবতী-
দুখানি করুণ আঁখি মানে না যুকতি,
কেবল মিনতি করে-অনুরােধ তার
এড়ানাে কঠিন বড়াে। “স্থান কোথা আর"
মৈত্র কহিলেন তারে। “পায়ে ধরি তব”
বিধবা কহিল কাঁদি, “স্থান করি লব
কোনােমতে একধারে।” ভিজে গেল মন,
তবু দ্বিধাভরে তারে শুধালাে ব্রাহ্মণ,
“নাবালক ছেলেটির কী করিবে তবে।”
উত্তর করিল নারী, “রাখাল? সে রবে
আপন মাসির কাছে। তার জন্ম-পরে