এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
কথা
সাধু কহে, “শুন, মেঘ বরিষার
নিজেরে নাশিয়া দেয় বৃষ্টিধার;
সব ধর্ম-মাঝে ত্যাগ-ধর্ম সার
ভুবনে।”
কৈলাসশিখর হতে দূরাগত
ভৈরবের মহাসংগীতের মতাে
সে বাণী মন্দ্রিল সুখতন্দ্রারত
ভবনে।
রাজা জাগি ভাবে- বৃথা রাজ্য ধন;
গৃহী ভাবে— মিছা তুচ্ছ আয়ােজন;
অশ্রু অকারণে করে বিসর্জন
বালিকা।
যে ললিত সুখে হৃদয় অধীর,
মনে হল, তাহা গত যামিনীর
স্খলিত দলিত শুষ্ক কামিনীর
মালিকা।
বাতায়ন খুলে যায় ঘরে ঘরে,
ঘুম-ভাঙা আঁখি ফুটে থরে থরে
অন্ধকার পথ কৌতূহল-ভরে
নেহারি