পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দীনদান
১৫৭

দেবতারে সমর্পিলে! সেদিন কহিলা ভগবান,
‘আমার অনাদি ঘরে অগণ্য আলােক দীপ্যমান
অনন্তনীলিমামাঝে; মাের ঘরে ভিত্তি চিরন্তন
সত্য, শান্তি, দয়া, প্রেম। দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ
নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে
সে আমারে গৃহ করে দান!' চলি গেলা সেই ক্ষণে
পথপ্রান্তে তরুতলে দীনসাথে দীনের আশ্রয়।
অগাধ সমুদ্র-মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়
তেমনি পরম শূন্য তােমার মন্দির বিশ্বতলে
স্বর্ণ আর দর্পের বুদবুদ।”

   রাজা জ্বলি রােষানলে
কহিলেন, “রে ভণ্ড পামর, মাের রাজ্য ত্যাগ ক'রে
এ মুহূর্তে চলি যাও।”

   সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে,
“ভক্তবৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে
সেইখানে, মহারাজ, নির্বাসিত করাে ভক্তজনে।”

২০ শ্রাবণ ১৩০৭