এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
প্রতিনিধি
অ্যাকওয়ার্থ সাহেব কয়েকটি মারাঠি গাথার যে ইংরাজি
অনুবাদ-গ্রন্থ প্রকাশ করিয়াছেন তাহারই ভূমিকা হইতে
বর্ণিত ঘটনা গৃহীত। শিবাজির গেরুয়া পতাকা ‘ভগােয়া ঝেণ্ডা
নামে খ্যাত।
বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গভালে
শিবাজি হেরিলা এক দিন-
রামদাস, গুরু তাঁর ভিক্ষা মাগি দ্বার দ্বার
ফিরিছেন যেন অন্নহীন।
ভাবিলা, এ কী এ কাণ্ড! গুরুজির ভিক্ষাভাণ্ড-
ঘরে যার নাই দৈন্যলেশ!
সব যার হস্তগত, রাজ্যেশ্বর পদানত,
তাঁরও নাই বাসনার শেষ!
এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে
বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে।
কহিলা, দেখিতে হবে কতখানি দিলে তবে
ভিক্ষাঝুলি ভরে একেবারে।
তখনি লেখনী আনি কী লিখি দিলা কী জানি,
বালাজিরে কহিলা ডাকায়ে—
“গুরু যবে ভিক্ষা-আশে আসিবেন দুর্গপাশে
এই লিপি দিয়ে তাঁর পায়ে।”