এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিনিধি
অবশেষে দিবসান্তে নগরের একপ্রান্তে
নদীকূলে সন্ধ্যাস্নান সারি-
ভিক্ষা-অন্ন রাঁধি সুখে গুরু কিছু দিলা মুখে,
প্রসাদ পাইল শিষ্য তাঁরি।
রাজা তবে কহে হাসি, “নৃপতির গর্ব নাশি
করিয়াছ পথের ভিক্ষুক;
প্রস্তুত রয়েছে দাস- আরাে কিবা অভিলাষ,
গুরু-কাছে লব গুরু দুখ।”
গুরু কহে, “তবে শােন্, করিলি কঠিন পণ,
অনুরূপ নিতে হবে ভার-
এই আমি দিনু কয়ে মাের নামে মাের হয়ে
রাজ্য তুমি লহো পুনর্বার।
তােমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি,
রাজ্যেশ্বর দীন উদাসীন;
পালিবে যে রাজধর্ম জেনাে তাহা মাের কর্ম,
রাজ্য লয়ে রবে রাজ্যহীন।
বৎস, তবে এই লহো মাের আশীর্বাদ-সহ
আমার গেরুয়া গাত্রবাস;
বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিয়াে।”
কহিলেন গুরু রামদাস।