পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মস্তকবিক্রয়
২৭

রাজ্য ছাড়ি দিয়া ক্ষুব্ধলাজে
 পলায়ে গেল দূর বনে।
কাশীর রাজা হাসি কহে তখন
 আপন সভাসদ-মাঝে,
“ক্ষমতা আছে যার রাখিতে ধন
 তারেই দাতা হওয়া সাজে।”


সকলে কাঁদি বলে, “দারুণ রাহু
 এমন চাঁদেরেও হানে!
লক্ষ্মী খোঁজে শুধু বলীর বাহু
 চাহে না ধর্মের পান!।”
“আমরা হইলাম পিতৃহারা”
 কাঁদিয়া কহে দশ দিক-
“সকল জগতের বন্ধু যারা
 তাঁদের শত্রুরে ধিক্।”
শুনিয়া কাশীরাজ উঠিল রাগি -
 নগরে কেন এত শােক!
আমি তো আছি, তবু কাহার লাগি
 কাঁদিয়া মরে যত লােক!
আমার বাহুবলে হারিয়া তবু
 আমারে করিবে সে জয়।