পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
কথা

সঁপিল যজ্ঞ-অনল-আলােতে
 বৌদ্ধশাস্ত্ররাশি।

কহিলা ডাকিয়া অজাতশত্রু
 রাজপুরনারী সবে-
“বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর
- কিছু নাই ভবে পূজা করিবার,
এই ক’টি কথা জেনাে মনে সার-
 ভুলিলে বিপদ হবে!”

সেদিন শারদ-দিবা-অবসান-
 শ্রীমতী নামে সে দাসী
পুণ্যশীতল সলিলে নাহিয়া
পুষ্পপ্রদীপ থালায় বাহিয়া
রাজমহিষীর চরণে চাহিয়া
 নীরবে দাঁড়ালাে আসি।

শিহরি সভয়ে মহিষী কহিলা,
 “এ কথা নাহি কি মনে,
অজাতশত্রু করেছে রটনা,
স্তূপে যে করিবে অর্ঘ্যরচনা
শূলের উপরে মরিবে সে জনা
 অথবা নির্বাসনে।”