পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজারিনী
৩৩

সেথা হতে ফিরি গেল চলি ধীরে
 বধু অমিতার ঘরে।
সমুখে রাখিয়া স্বর্ণমুকুর
বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর,
আঁকিতেছিল সে যত্নে সিঁদুর
 সীমন্তসীমা-'পরে।


শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা,
 কাঁপি গেল তার হাত-
কহিল, “অবােধ, কী সাহস-বলে
এনেছিস পূজা, এখনি যা চলে-
কে কোথা দেখিবে, ঘটিবে তা হলে
 বিষম বিপদপাত।”


অস্তরবির রশ্মি-আভায়
 খােলা জানালার ধারে
কুমারী শুক্লা বসি একাকিনী
পড়িতে নিরত কাব্যকাহিনী;
চমকি উঠিল শুনি কিংকিণী,
 চাহিয়া দেখিল দ্বারে।