পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
কথা

সে দিন শুভ্র পাষাণফলকে
 পড়িল রক্তলিখা।
সে দিন শারদ স্বচ্ছ নিশীথে
প্রাসাদকাননে নীরবে নিভৃতে
স্তূপপদমূলে নিবিল চকিতে
 শেষ আরতির শিখা।

১৮ আশ্বিন ১৩০৬