পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
কথা

অঙ্গে আঁচল সুনীলবরন,
রুমুঝুনু রবে বাজে আভরণ;
সন্ন্যাসী-গায়ে পড়িতে চরণ
 থামিল বাসবদত্তা।

প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার
 নবীন গৌরকান্তি-
সৌম্য সহাস তরুণ বয়ান,
করুণাকিরণে বিকচ নয়ান,
শুভ্র ললাটে ইন্দু-সমান
 ভাতিছে স্নিগ্ধ শান্তি।

কহিল রমণী ললিত কণ্ঠে,
 নয়নে জড়িত লজ্জা,
“ক্ষমা করাে মােরে, কুমার কিশাের-
দয়া কর যদি গৃহে চলাে মাের,
এ ধরণীতল কঠিন কঠোর-
 এ নহে তােমার শয্যা।”

সন্ন্যাসী কহে করুণ বচনে,
 “অয়ি লাবণ্যপুঞ্জে,