পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অভিসার
৩৯

এখনাে আমার সময় হয় নি,
যেথায় চলেছ যাও তুমি ধনী,
সময় যেদিন আসিবে আপনি
 যাইব তােমার কুঞ্জে।”

সহসা ঝঞ্চা তড়িৎ-শিখায়
 মেলিল বিপুল আসা।
রমণী কঁপিয়া উঠিল তরাসে,
প্রলয়শঙ্খ বাজিল বাতাসে,
আকাশে বজ্র ঘাের পরিহাসে
 হাসিল অট্টহাস্য।

...


বর্ষ তখনাে হয় নাই শেষ,
 এসেছে চৈত্রসন্ধ্যা।
বাতাস হয়েছে উতলা আকুল,
পথতরুশাখে ধরেছে মুকুল,
রাজার কাননে ফুটেছে বকুল
 পারুল রজনীগন্ধা।

অতি দূর হতে আসিছে পবনে
 বাঁশির মদির মন্দ্র।