পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২

পরিশোধ


মহাবস্ত্ববদান



“রাজকোষ হতে চুরি! ধরে আন্ চোর,
নহিলে, নগরপাল, রক্ষা নাহি তাের—
মুণ্ড রহিবে না দেহে!” রাজার শাসনে
রক্ষীদল পথে পথে ভবনে ভবনে
চোর খুজে খুজে ফিরে। নগর-বাহিরে
ছিল শুয়ে বজ্রসেন বিদীর্ণ মন্দিরে
বিদেশী বণিক পান্থ, তক্ষশীলাবাসী;
অশ্ব বেচিবার তরে এসেছিল কাশী,
দস্যুহস্তে খােওয়াইয়া নিঃস্ব রিক্ত শেষে
ফিরিয়া চলিতেছিল আপনার দেশে
নিরাশ্বাসে। তাহারে ধরিল চোর বলি।
হস্তে পদে বাঁধি তার লােহার শিকলি
লইয়া চলিল বন্দীশালে।

    সেই ক্ষণে
সুন্দরী প্রধান শ্যামা বসি বাতায়নে
প্রহর যাপিতেছিল আলস্যে কৌতুকে
পথের প্রবাহ হেরি-নয়নসম্মুখে