পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
কথা

অতি দুর্দাম কৌতুকরত
যৌবনমদে নিষ্ঠুর যত
যুবতীরা মিলি পাগলের মতাে
 আগুন লাগালো কুটিরে।

ঘনঘাের ধূম ঘুরিয়া ঘুরিয়া
 ফুলিয়া ফুলিয়া উড়িল।
দেখিতে দেখিতে হু হু হুংকারি
ঝলকে ঝলকে উল্কা উগারি
শত শত লােল জিহবা প্রসারি
 বহ্নি আকাশ জুড়িল।

পাতাল ফুঁড়িয়া উঠিল যেন রে
 জ্বালাময়ী যত নাগিনী,
ফণা নাচাইয়া অম্বর-পানে।
মাতিয়া উঠিল গর্জনগানে-
প্রলয়মত্ত রমণীর কানে
 বাজিল দীপকরাগিণী।

প্রভাত-পাখির আনন্দগান
 ভয়ের বিলাপে টুটিল-