এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
কথা
সভাসন ছাড়ি উঠি গেল রাজা,
রক্তিম মুখ শরমে।
অকালে পশিলা রানীর আগার-
কহিল, “মহিষী, একি ব্যবহার!
গৃহ জ্বালাইলে অভাগা প্রজার
বলাে কোন্ রাজধরমে!”
রুষিয়া কহিল রাজার মহিষী,
“গৃহ কহ তারে কী বােধে!
গেছে গুটিকত জীর্ণ কুটির,
কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর!
কত ধন যায় রাজমহিষীর
এক প্রহরের প্রমােদে।”
কহিলেন রাজা উদ্যত রােষ
রুধিয়া দীপ্ত হৃদয়ে,
“যত দিন তুমি আছ রাজরানী
দীনের কুটিরে দীনের কী হানি
বুঝিতে নারিবে জানি তাহা জানি-
বুঝাব তােমারে নিদয়ে।”