পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
কথা

  নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল,
  “কী কব, এমন দগ্ধ ভাল-
আমার সােনার খেত    শুষিছে অজন্মা-প্রেত
  রাজকর জোগানাে কঠিন।
  হয়েছি অক্ষম দীনহীন।”

  রহে সবে মুখে মুখে চাহি,
  কাহারাে উত্তর কিছু নাহি।
নির্বাক সে সভাঘরে    ব্যথিত নগরী-'পরে
  বুদ্ধের করুণ আঁখি দুটি
  সন্ধ্যাতারাসম রহে ফুটি।

  তখন উঠিল ধীরে ধীরে
  রক্তভাল লাজনম্রশিরে
অনাথপিণ্ডদসুতা,    বেদনায় অশ্রুপ্লুতা,
  বুদ্ধের চরণরেণু লয়ে
  মধুকণ্ঠে কহিল বিনয়ে-

  “ভিক্ষুণীর অধম সুপ্রিয়া
  তব আজ্ঞা লইল বহিয়া।
কঁদে যারা খাদ্যহারা    আমার সন্তান তারা,
  নগরীরে অন্ন বিলাবার
  আমি আজি লইলাম ভার।”