পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮

অপমানবর


ভক্তমাল



ভক্ত কবীর সিদ্ধপুরুষ খ্যাতি রটিয়াছে দেশে।
কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখাে নরনারী এসে।
কেহ কহে, “মাের রােগ দূর করি মন্ত্র পড়িয়া দেহাে।”
সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধ্যা রমণী কেহ।
কেহ বলে, “তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মােরে।”
কেহ কয়, “ভবে আছেন বিধাতা, বুঝাও প্রমাণ ক'রে।”

কাঁদিয়া ঠাকুরে কাতর কবীর কহে দুই জোড় করে,
“দয়া ক'রে, হরি, জন্ম দিয়েছ নাচ যবনের ঘরে-
ভেবেছিনু কেহ আসিবে না কাছে অপার কৃপায় তব,
সবার চোখের আড়ালে কেবল তােমায় আমায় রব।
এ কী কৌশল খেলেছ মায়াবী, বুঝি দিলে মােরে ফাঁকি।
বিশ্বের লােক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি।”

ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগি—
লােক নাহি ধরে যবন জোলার চরণধুলার লাগি!
চারি-পােওয়া কলি পুরিয়া আসিল পাপের বােঝায় ভরা,
এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা।