পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
কথা

কহিল কবীর, “ভয় নাই মাতঃ, লইব না অপরাধ;
এনেছ আমার মাথার ভূষণ—অপমান, অপবাদ।”

ঘুচাইল তার মনের বিকার, করিল চেতনা দান;
সঁপি দিল তার মধুর কণ্ঠে হরিনামগুণগান।
রটি গেল দেশে-কপট কবীর, সাধুতা তাহার মিছে।
শুনিয়া কবীর কহে নতশির, “আমি সকলের নীচে।
যদি কূল পাই তরণীগরব রাখিতে না চাহি কিছু;
তুমি যদি থাকো আমার উপরে, আমি রব সব নিচু।”

রাজার চিত্তে কৌতুক হল শুনিতে সাধুর গাথা;
দূত আসি তাঁরে ডাকিল যখন সাধু নাড়িলেন মাথা।
কহিলেন, “থাকি সবা হতে দূরে আপন হীনতা-মাঝে;
আমার মতন অভাজন জন রাজার সভায় সাজে?”
দূত কহে, “তুমি না গেলে ঘটিবে আমাদের পরমাদ;
যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ।”

রাজা বসে ছিল সভার মাঝারে, পারিষদ সারি সারি;
কবীর আসিয়া পশিল সেথায় পশ্চাতে লয়ে নারী।
কেহ হাসে কেহ করে ভুরুকুটি, কেহ নহে নতশিরে;
রাজা ভাবে, এটা কেমন নিলাজ, রমণী লইয়া ফিরে!