পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
কথা

নারী রহে শুদ্ধচিতে নির্জন ভবনে-
 তুলসী প্রত্যহ
কী তাহারে মন্ত্র দেয়, নারী একমনে
 ধ্যায় অহরহ।
একমাস পূর্ণ হতে প্রতিবেশীদলে
 আসি তার দ্বারে
শুধাইল, “পেলে স্বামী?” নারী হাসি বলে,
 “পেয়েছি তাঁহারে।”
শুনি ব্যগ্র কহে তারা, “কহাে তবে কহো
 আছে কোন্ ঘরে।”
নারী কহে, “রয়েছেন প্রভু অহরহ
 আমারি অন্তরে।”

২৯ আশ্বিন ১৩০৬