পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫

স্পর্শমণি


ভক্তমাল



নদীতীরে বৃন্দাবনে    সনাতন একমনে
   জপিছেন নাম,
হেনকালে দীনবেশে    ব্রাহ্মণ চরণে এসে
   করিল প্রণাম।
শুধালেন সনাতন,    “কোথা হতে আগমন,
   কী নাম ঠাকুর।”
বিপ্র কহে, “কিবা কর,   পেয়েছি দর্শন তব
   ভ্রমি বহু দূর।
জীবন আমার নাম,    মানকরে মাের ধাম,
   জিলা বর্ধমানে;
এত বড়াে ভাগ্যহত    দীনহীন মাের মতাে
   নাই কোনােখানে।
জমিজমা আছে কিছু,    করে আছি মাথা নিচু
   অল্পস্বল্প পাই।
ক্রিয়াকর্ম-যজ্ঞযাগে    বহু খ্যাতি ছিল আগে,
   আজ কিছু নাই।
আপন উন্নতি লাগি    শিব-কাছে বর মাগি
   করি আরাধনা-