পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
স্পর্শমণি
৭৭

বিপ্র তাড়াতাড়ি আসি  খুঁড়িয়া বালুকারাশি
  পাইল সে মণি;
লােহার মাদুলি দুটি  সােনা হয়ে উঠে ফুটি
  ছুঁইল যেমনি।
ব্রাহ্মণ বালুর 'পরে বিস্ময়ে বসিয়া পড়ে-
  ভাবে নিজে নিজে।
যমুনা কল্লোলগানে চিন্তিতের কানে কানে
  কহে কত কী যে।

নদীপারে রক্তচ্ছবি  দিনান্তের ক্লান্ত রবি
  গেল অস্তাচলে;
তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে
  কহে অশ্রুজলে,
“যে ধনে হইয়া ধনী,  মণিরে মানাে না মণি
  তাহারি খানিক
মাগি আমি নতশিরে”  এত বলি নদীনীরে
  ফেলিল মানিক।

২৯ আশ্বিন ১৩০৬