পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন্দী বীর
৮১

বন্দা সময়ে বন্দী হইল,
 গুরুদাসপুর গড়ে।

সম্মুখে চলে মােগল-সৈন্য
 উড়ায়ে পথের ধূলি,
ছিন্ন শিখের মুণ্ড লইয়া
 বর্শাফলকে তুলি।
শিখ সাত শত চলে পশ্চাতে,
 বাজে শৃঙ্খলগুলি।
রাজপথ-'পরে লােক নাহি ধরে,
 বাতায়ন যায় খুলি।
শিখ গরজয় “গুরুজির জয়”
 পরানের ভয় ভুলি।
মােগলে ও শিখে উড়ালাে আজিকে
 দিল্লিপথের ধূলি।

 পড়ি গেল কাড়াকাড়ি,
আগে কেবা প্রাণ করিবেক দান
 তারি লাগি তাড়াতাড়ি।
দিন গেলে প্রাতে ঘাতকের হাতে
 বন্দীরা সারি সারি