পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৫

মানী



আরঙজেব ভারত যবে
 করিতেছিল খান্‌খান
মারবপতি কহিলা আসি,
 “করহ, প্রভু, অবধান-
গােপন রাতে অচলগড়ে
নহর যারে এনেছে ধরে
বন্দী তিনি আমার ঘরে
 সিরোহিপতি সুরতান।
কী অভিলাষ তাঁহার' পরে,
 আদেশ মােরে করাে দান।”

শুনিয়া কহে আরঙজেব,
 “কী কথা শুনি অদভুত।
এত দিনে কি পড়িল ধরা
 অশনি-ভরা বিদ্যুৎ!
পাহাড়ি লয়ে কয়েক শত
পাহাড়ে বনে ফিরিতে রত,
মরুভূমির মরীচিমত
 স্বাধীন ছিল রাজপুত।