পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
কথা

দেখিতে চাহি—আনিতে তারে
 পাঠাও কোনাে রাজদূত।'

মাড়ােয়ারাজ যশােবন্ত
 কহিলা তবে জোড়কর,
“ক্ষত্রকুলসিংহশিশু
 লয়েছে আজি মাের ঘর-
বাদশা তাঁরে দেখিতে চান
বচন আগে করুন দান
কিছুতে কোনাে অসম্মান
 হবে না কভু তাঁর' পর।
সভায় তবে আপনি তাঁরে
 আনিব করি সমাদর।”

আরঙজেব কহিলা হাসি,
 “কেমন কথা কহ আজ,
প্রবীণ তুমি প্রবল বীর
 মাড়ােয়াপতি মহারাজ।
তােমার মুখে এমন বাণী
শুনিয়া মনে শরম মানি,
মানীর মান করিব হানি—
 মানীরে শােভে হেন কাজ।