পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মানী
৮৭

কহিনু আমি, চিন্তা নাহি,
 আনহ তাঁরে সভা-মাঝ।”

সিরােহিপতি সভায় আসে
 মাড়ােয়ারাজে লয়ে সাথ,
উচ্চ শির উচ্চে রাখি
 সমুখে করে আঁখিপাত।
কহিল সবে বজ্রনাদে
“সেলাম করে বাদশাজাদে”-
হেলিয়া যশােবন্ত-কাঁধে
 কহিলা ধীরে নরনাথ,
“গুরুজনের চরণ ছাড়া
 করি নে কারে প্রণিপাত।”

কহিলা রােষে রক্ত-আঁখি
 বাদশাহের অনুচর,
“শিখাতে পারি কেমনে মাথা
 লুটিয়া পড়ে ভূমি-'পর।”
হাসিয়া কহে সিরােহিপতি,
“এমন যেন না হয় মতি
ভয়েতে কারে করিব নতি—
 জানি নে কভু ভয়-ডর!”