পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
কথা

এতেক বলি দাঁড়ালো রাজ
 কৃপাণ-’পরে করি ভর।

বাদশা ধরি সুরতানেরে
 বসায়ে নিল নিজ’-পাশ।
কহিলা, “বীর, ভারত-মাঝে
 কী দেশ-পরে তব আশ।”
কহিলা রাজা, “অচলগড়
দেশের সেরা জগৎ-'পর।”
সভার মাঝে পরস্পর
 নীরবে উঠ পরিহাস।
বদশা কহে, “অচল হয়ে
 অচলগড়ে করে বাস।”

১ কার্তিক ১৩০৬