পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৯

প্রার্থনাতীত দান

শিখের পক্ষে বেণীচ্ছেদন ধৰ্মপরিত্যাগের ন্যায় দূষণীয়

পাঠানেরা যবে বাঁধিয়া আনিল
 বন্দী শিখের দল—
সুহিদগঞ্জে রক্তবরন
 হইল ধরণীতল।

নবাব কহিল, “শুন তরুসিং,
 তােমারে ক্ষমিতে চাই।”
তরুসিং কহে, “মােরে কেন তব
 এত অবহেলা ভাই!”
নবাব কহিল, “মহাবীর তুমি,
 তোমারে না করি ক্রোধ-
বেণীটি কাটিয়া দিয়ে যাও মােরে
 এই শুধু অনুরােধ।”
তরুসিং কহে, “করুণা তােমার
 হৃদয়ে রহিল গাঁথা—
যা চেয়েছ তার কিছু বেশি দিব,
 বেণীর সঙ্গে মাথা।”

২ কার্তিক ১৩০৬