এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরু গােবিন্দ
৯৫
কোথা যাবি ভীরু, গহনে গােপনে
পশিছে কণ্ঠ মাের।
প্রভাতে শুনিয়া ‘আয় আয় আয়'
কাজের লােকেরা কাজ ভুলে যায়,
নিশীথে শুনিয়া ‘আয় তােরা আয়’
ভেঙে যায় ঘুমঘাের।
যত আগে চলি বেড়ে যায় লােক,
ভরে যায় ঘাট বাট।
ভুলে যায় সবে জাতি-অভিমান,
অবহেলে দেয় আপনার প্রাণ,
এক হয়ে যায় মান অপমান
ব্রাহ্মণ আর জাঠ।
থাক ভাই, থাক, কেন এ স্বপন-
এখনাে সময় নয়।
এখনাে একাকী দীর্ঘ রজনী
জাগিতে হইবে পল গণি গণি
অনিমেষ চোখে পূর্বগগনে
দেখিতে অরুণােদয়।