এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
কথা
এখনাে বিহার কল্পজগতে,
অরণ্য রাজধানী-
এখনাে কেবল নীরব ভাবনা,
কর্মবিহীন বিজন সাধনা,
দিবানিশি শুধু ব'সে ব'সে শােনা
আপন মর্মবাণী।
একা ফিরি তাই যমুনার তীরে,
দুর্গমগিরিমাঝে।
মানুষ হতেছি পাষাণের কোলে,
মিশাতেছি গান নদীকলরােলে,
গড়িতেছি মন আপনার মনে,
যােগ্য হতেছি কাজে।
এমনি কেটেছে দ্বাদশ বরষ,
আরাে কতদিন হবে-
চারি দিক হতে অমর জীবন
বিন্দু বিন্দু করি আহরণ,
আপনার মাঝে আপনারে আমি
পূর্ণ দেখিব কবে।