পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অtশ্রয়ে । \0% অধি। “অপমার কোন গাই ।” ञत । “ज्ञनग्नाशां*ि ?’ অধি। “ কয় সংসার করিয়াছেন ?” সব। "এক সংসার মাত্র ।” নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না ! প্রকৃত পক্ষে র্তাছার এক সংসারও ছিল না । তিনি রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন । বিবাহের পর পদ্মাবতী কিছু দিন পিত্ৰালয়ে রছিলেন। মধ্যে মধ্যে শ্বশুরালয়ে ষাতীয়াত করিতেন, যখন র্তাছার বয়স ত্রয়োদশ বৎসর, তখন উtছণর পিতা সপরিবারে পুৰুষোত্তম দর্শনে গিয়াছিলেন । এই সময়ে পাঠানের আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দূরীভূক্ত হইয়া উড়িষীয় সদলে বসতি করিতেছিল । তাহাদিগের দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন । যখন রামগোবিন্দ ঘোষাল উড়িষ্য হইতে প্রত্যাগমন করেন, তখন মোগল পাঠানের যুদ্ধ আরম্ভ হইয়াছে । আগমন কালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হয়েন । পাঠানের তৎকালে ভদ্রাভদ্রবিচারশূন্য ; তাহারা নিরপরাধী পথিকের প্রতি অর্থের জন্য বল প্রকাশের চেষ্টা করিতে লাগিল । রামগোবিন্দ কিছু উগ্রস্বভাব পাঠানদিগের কটু কহিতে লাগিলেম । ইহার ফল এই হইল যে সপরিবারে অবৰুদ্ধ হইলেন ; পরিশেষে জাতীয় ধৰ্ম্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হইয়। নিস্কৃতি পাইলেন । রামগোবিন্স ঘোষাল সপরিবারে প্রাণ লইয়। ৰাটী আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় জনসমাজে এককালীন পরিऊाऊ इहे८लन । ७ नभग्न नबङ्कशां८द्रद्ध ब्रिाउी बडीयांन क्लिटलन, র্তাহাক্লে সুতরাং জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্ৰষ্ট পুত্রবধূকে ত্যাগ করিতে হইল। আর নবকুমারের সহিত র্তাছার औङ्ग मां मुi६ ६६ल नः ।