পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(r \o কপালকুণ্ডল । মরি একি জ্বালা, বিধির খেল, হরিষে বিষাদ । পর পরশে, সৰাই রসে, ভাঙ্গে লাজের বাধ । তুই কিলো এক তপস্বিনী থাকিবি * মৃথমী উত্তর করিল, “ কেন কি তপস্যা করিতেছি ?” শ্যামাসুন্দরী দুই করে মৃন্ময়ীর কেশ-তরঙ্গমালা তুলিয়া কছিল, ** তোমার এ চুলের রাশি কি বাধিবে না ?” ! 3 মৃন্ময়ী কেবল ঈৰংহাসিয়া শ্যামাসুন্দরীর হীত হইতে কেশগুলিন টানিয়া লইলেন । শ্যামাসুন্দরী আবার কছিলেন, “ ভাল আমার সাধটী পুর ও । একবার আমাদের গৃহস্থের মেয়ের মত সাজ । কত দিন যোগিনী থাকিবে ?’ - মৃ । “ যখন তোমার ভাইয়ের সহিত সাক্ষাৎ হয় নাই তখন ত আমি যোগিনীই ছিলাম ।” শ্যা । ** এখন আর থাকিতে পরিবে না ’ মৃ । “ কেন থাকিব না।” শ্য ৷ ‘ কেন ? দেখিবি ? তোর যোগ ভাঙ্গিব । পরশপাত্তর কাছাকে বলে জান ? ” মৃন্ময়ী কছিলেন “ না।” শ্য । " পরশ পাতরের স্পর্শে রাঙ্গও সোন। ছয় ” মৃ । “ তাতে কি ?” শ্যা । “ মেয়েমানুষেরও পরশপাত্তর আছে so মৃ। “ সে কি ?” শ্য। “ পুৰুষ । পুরুষের বাতাসে যোগীও গৃহিনী হইয়। যায় । তোরে সেই পাত্তর ছোয়াব । ছেণয়াব, বঁtধাৰ চুলেররাশ, পরাব চিকণ বাস, খোপায় দোলাৰ তোর স্কুল । কপালে সিধির ধার, কণকালেতে চজহার. কানে তোর দিব যোড়াছুল ৷