এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সংযুক্তা। উঠিয়ে নৃপতি কহে মৃদু বাণী ষে দেখিমু স্বপ্ন, শিহরে পরাণি, স্বৰ্গীয়া জননী চৌহানের রাণী বন্যইস্তী তারে মারিতে ধায়। ভয়ে ভীত প্রাণ রাজেন্দ্রঘরণী আমার নিকটে আসিল অমনি বলে পুত্র রাখ, মরিল জননী বন্যহস্তি শুণ্ডে প্রাণ বা যায় ! wo ধরি ভীম গদ মারি হস্তিতুণ্ডে, ন মানি গদা, বাড়াইয়। শুণ্ডে, জননীকে ধরি, উঠাইল মুণ্ডে ; পাড়িয়া ভূমিতে বধিল প্রাণ । কুস্বপন আজি দেখিলাম রাণি কি তাঢ়ে পিপদ কপালে না ক্রোনি মত্তহস্ত হ, স বধে রাজেন্দ্রাণী আমি পুত্ৰ নারি করিতে ত্ৰাণ ৷