এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বাল্যরচনা | ポ○ জাগা সয় নিরবধি, সেও ভাল পায় যদি, একরার আঁখির লম। দুখের গভীর বনে, সেই স্বপ্নে স্থখ মনে, প্রেম রীতি কে জানে কেমন । s চলিল চরণে চন্দ্ৰবদনী। চলিয়ে চলিয়ে মন চরণী ॥ উষার প্রখর তারকা ধৰ্মী । চলিল গজেশগামিনী ৷ উভয়ে মরেছে হৃদি যতনে । উভয়ে পেয়েছে প্রাণ রতনে । কাধে কাধে ধরি চলে কাননে । গভীর নীরব যা মনী । শিরোপরে শখ বিনা ন ঘন । আসিবে কেমনে শশিfকরণ । তরল তিমির ভীষণ বন । দেপিয়া শিহরে কামিনী ; আঁধায় আকাশে লক্ষত্রবিলি । তেমনি কাননে কুসুম কলি । আমোদে হৃদয়ে যেতেছে গলি । সে নব নীরদ দামিনী । ভীষণ তিমিরে ভীষণ স্থির । মাঝে মাঝে খসে পত্র শাখীর ।