পাতা:কবিতাপুস্তক.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుడి శ్రీ বাল্যরচনা

  • f; নাহি বাসি ভাল, কেহ নাছি রাসে ।

চাপা প্রেমাগুন, হৃদয়রিনাশে । সংসার বিজন বন, অন্তরে जैशिष्ट्र দৈধিতে অঞ্জেীমুখ, পূরি রে আর । বিজন বিপিনময় দ্বীপে এক থাকি । ভাবিয়া মনের দুঃখ ভুমিব একাকী ॥ দেখিব দ্বীপের শোভা মোতি নয়নে | বিপিন বারিধি নীল বিশাল গগণে । চারি পাশে গরজিবে ভীষণ তরঙ্গে । শ্বেত ফেণা শিরেীমালা নাচাইবে রঙ্গে । শিরে মত্ত সমীরণ, শব্দে মিশে তার থেকে ২ রেগে ২ ছড়িবে হুঙ্কার । নিরখিব নীরধারে, ভীষণ ভুধর । ফুলায় বিশাল বক্ষ জলধি উপর । তুলিয়া ললাট ভীম প্রবেশে গগনে । গরজে গভীর স্বরে নব মেঘগণে । পদে তার আছাড়িবে প্রমত্ত তরঙ্গ, বুকে তার প্রহারিবে পাগল পবন । মহীধর মানিবেন অধমের রঙ্গ, ললাটের রাগে করি ভয় প্রদর্শন । কক্কশ সামুতে তার বিহরি বিজনে । আমেরি এসব কবে হেরিব মরনে । মোহে মন মজাইবে প্রকৃতি মোহিনী । জীবন যাইবে যেন স্বপনে যামিনী ।