পাতা:কবিতাপুস্তক.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাধঃপতন সঙ্গীত । Y বাগানে যাবিরে ভাই? চল সবে মিলে যাই, যথা হৰ্ম্ম্য সুশোভন, সরোবরর্তীরে । যথা ফুটে পাতি পাতি,গোলাব মল্লিকা জাতি, বিগ্লোনিয়া লতা দোলে মুদুল সমীরে ॥ নারিকেল রক্ষরাজি, চাদের কিরণে সক্তি, নাচিছে দোলায়ে মাথা ঠমকে ঠমকে । চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে ॥ २ চল যথা কুঞ্জবনে, নাচিবে নাগরীগণে, রাঙ্গা সাজ পেসোয়াজ, পরশিবে মঙ্গে। তন্থর তবল চাটি, আবেশে কাপিবে মট, সারঙ্গ তরঙ্গ তুলি, স্তর দিবে সঙ্গে ॥ খিনি খিনি খিনি খিনি,বিনিকি ঝিকিনি ঝিনি, তাব্রিম্ তাপ্রিম তেরে,গাও না বাজনা ! চমকে চাহনি চারু, বালকে গহনা ॥