পাতা:কবিতাপুস্তক.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধঃপতন সংঙ্গীত । 3 × ○ ঘরে অাছে পদ্মমুখী, কভু না করিল মুখা, শুধু ভাল বাসা নিয়ে,কি হবে সংসারে । নাহি জানে নৃত্যগীত, ইয়ারকিতে নাহি চিত, এক বসি ভাল বাসা,ভাল লাগে কারে ? গুহধৰ্ম্মে রাখে মন, হিত ভাবে অনুক্ষণ, সে বিনা দুঃখের দিনে অন্য গতি নাই ! এ হেন সুখের দিনে, তারে নাহি চাই ॥ আছে ধন গৃহপূর্ণ, যৌবন যাইবে তুর্ণ, নদি না ভুঞ্জিনু সুখ, কি কাজ জীবনে ? ঠাস মদ্য লও সাতে, যেন ন ফুরায় রাতে, সুখের নিশান গাঢ় প্রমোদভবনে । খাদ্য ল ও বাছা বাছা, দাড়ি দেখে ল ও চাচা, চপ্‌ হ্রপ কারি কোর্য, করিবে বিচিত্র । বাঙ্গালির দেহ রত্ন, ইহাতে করি ও যত্ন, সহস্ৰ পাদুকা স্পর্শে, হয়েছে পবিত্র । পেটে খায় পিঠে সয়, আমার চরিত্র ॥