এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অধ:পতন সঙ্গীত । ২ ৩
α)
পৃর পাত্র মদ্য ঢালি, দাও সবে করতালি,
কেন তুমি দাও গালি,কি দোষ আমার? .
দেশের মঙ্গল চাও? কিসে তার ক্রটি পাও? লেকৃচরে কাগজে বলি, কর দেশোদ্ধার।
ইংরেজের নিন্দ করি, আইনের দোষ ধরি,
সম্বাদ পত্রিক পড়ি, লিখি কভু তায় । আর কি করিব বল স্বদেশের দায় ?
し”
করেছি ডিউটির কাজ, বাজা ভাই পাখোয়াজ কামিনি গোলাপি সাজ, ভাসি আজ রঙ্গে । গেলাস পুরে দে মদে,দে দে দে আরো আরো দে, দে দে এরে দে ওরে দে,ছড়ি দে সারঙ্গে । কোথায় ফুলের মালা আইস্দেন ? ভাল জ্বাল।
“বংশী বাজায় চিকণ কালা?” সুর দাও সঙ্গে। ইন্দ্র স্বর্গে খায় সুধ, স্বৰ্গ ছাড়া কি বসুধা ?
কত স্বর্গ বাঙ্গালীয় মদের তরঙ্গে । টলমল বসুন্ধরা ভবানী ত্রুভঙ্গে ।