পাতা:কবিতাপুস্তক.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ু । কানন বুল্লৱী, তার মাঝে বাজিতাম বংশীনাদ রূপ ধরি ॥ & জীবকণ্ঠে যাই প্লাসি, আমি কণ্ঠ স্বর । , আমি স্বাক্য, ভাষা আমি, সাহিত বিজ্ঞান স্বামী, মহীর ভিতর ॥ সিংহের কণ্ঠেতে আমিই হুঙ্কার, ঋষির কণ্ঠেতে আমিই ওঙ্কার, গায়ক কণ্ঠেতে আমিই ঝঙ্কার, ...” বিশ্ব মনোহর। আমিই রাগিণী আমি ছয় রাগ, কামিনীর মুখে আমিই সোহাগ, বালকের বাণী অমৃতের ভাগ, মম রূপান্তর ॥ গুণ গুণ রবে ভ্রময়ে ভ্রমর, কোকিল কুহরে বৃক্ষের উপর, কলহংস নাদে সরসী ভিতর, আমারি কিঙ্কর ॥ আমি হাসি আমি কান্না, স্বররূপে শাসি নর।