এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আকবর শাহের খোষ রোজ । X রাজপুরী মাঝে কি সুন্দর আজি বসেছে বাজার, রসের ঠাট । রমণীতে বেচে রমণীতে কিনে লেগেছে রমণী রূপের হাট ॥ *. বিশাল সে পুরী নবমীর চাদ, লাখে লাখে দীপ উজলি জ্বলে। দোকানে দোকানে কুলবালাগণে খরিদার ডাকে, হাসিয়া ছলে ॥ ফুলের তোরণ, ফুল আবরণ ফুলের স্তম্ভেতে ফুলের মালা। ফুলের দোকান, ফুলের নিশান, ফুলের বিছানা ফুলের ডালা। লহরে লহরে ছুটিছে গোলাব, উঠিছে ফুয়ার জ্বলিছে জল। তাধিনি তাধিনি নাচিতেছে নটী, গায়িছে মধুর গায়িকা দল ॥