পাতা:কবিতাপুস্তক.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবর শাহের খোষ রোজ { যোড় করি কর, তারে বিনোদিনী বলে মহাশয় কর গো ত্ৰাণ । মা পাই যে পথ পড়েছি বিপদে দেখাইয়ে পথ, রাগ হে প্রাণ ॥ বলে সে পুরুষ অমিয় বচনে তাহা মরি হেন না দেখি রূপ । এসে এসে ধনি আমার সঙ্গেতে আমি আকববর—ভারত-ভূপ। সহস্র রমণী রাজার দুলালী মম অজ্ঞাকারী, চরণ সেবে | তোমা সমা রূপে নহে কোন জন, তব অক্তাকারী আমি হে এবে। চল চল ধনি আমার মন্দির আজি খোষ রোজ সুখের দিন । এ ভারত ভূমে কি আছে কামনা বলি ও আমারে,শোধিব ঋণ ॥ এত বলি তবে রাজরাজপতি বলে মোহিনীরে ধরিল করে । স্থপতি বল সে ভুজবিটপে টুটিল কঙ্কণ তাহর ভরে | g es