পাতা:কবিতাপুস্তক.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবর শাহের শ্লেষু রেজি । දී ඊ দেখা দিয়া মাতা দিতেছে অভয় দেবতা সহায় সহায়হীনে। আকাশের পটে নগেন্দ্র-নন্দিনা দেখিয়া যুবতী প্রফুল্ল মুখ । হৃদি সরোবর পুলকে উছলে সাহসে ভরিল, নারীর বুক ॥ তুলিয়া মস্তক গ্রীবা হেলাইল দাড়াইল ধনী ভীষণ রাগে । নয়নে অনল অধরেতে ঘুণ বলিতে লাগিল নৃপের আগে ॥ ছিছি ছিছিছিছি তুমি হে সম্রাট্, এই কি তোমার রাজধরম । কুলবধূ ছলে গৃহেতে অনিয়া বলে ধর তারে নাহি শরম। বহু রাজ্য তুমি বলেতে লুটিলে বহু বীর নাশি বলাও বীর। বীরপণ আজি দেখাতে এসেছ রমণীর চক্ষে বহয়ে নীর ? : পরবাহুবলে পররাজ্য হর, পরনারী হর করিয়ে চুরি।