পাতা:কবিতাপুস্তক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹8 আকবর শাহের থেষ রোজ । আজি নারী হাতে হারাবে জীবন ঘুচাইব যশ মারিয়ে ছুরি। জয় মল্ল বীরে ছলেতে বধিলে ছলেতে লুটিলে চারু চিতোর। নারীপদাঘাতে আজি ঘুচাইব তব বীরপণ, ধরম চোর! এত বলি বাম হাত ছাড়াইল বলেতে ধলি রাজার অসি। কাড়িয়া লইয়া, অসি ঘুরাইয়া, মারিতে তুলিল, নবরূপসী । গন্য ধন্য বলি রাজা বা {{মিল এমন কখন দেখিনে নারী। মানিতেছি ঘাট ধন্য সতী তুমি রাখ তরবারি; মানি হারি !! g হাসিয়া রূপসী নামাইল আসি, বলে মহারাজ এ বড় রস । রমণীর রণে হারি মান তুমি পৃথিবীপতির বাড়িল যশ ৷