পাতা:কবিতাপুস্তক.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सं८ा कूल । 8 একাকিনী ভাসি যাও, কোথায় অবলে । তরঙ্গের রাশি রাশি, হাসিয়া বিকট হাসি, তাড়াতাড়ি করি তোরে খেলে কুতুহলে ? কে ভাসাল তোরে ফুল কাল নদীজলে । ($ কে ভাসাল তোরে ফুল, কে ভাসাল মোরে! কাল স্রোতে তোর(ই) মত, ভাসি আমি অবিরত, কে ফেলেছে মোরে এই তরঙ্গের ঘোরে ? ফেলিছে তুলিছে কতু, তাছাড়িছে জোরে । ぐ。 শাখার দুঞ্জর আমি, তোরই মত ফুল । রটি ছিড়ে শাখা ছেড়ে,ঘুরি আমি স্রোতে পড়্যে, আশার আবর্ত বেড়ে, নাহি পাই কুল । তোরই মত আমি ফুল, তরঙ্গে আকুল ! يبd তুই যাবি ভেসে ফুল, আমি যাব ভেসে । , ই ল ধরিবে তোরে, কেহ না ধরিবে মোরে, অনন্ত সাগরে তুই, মিশাইবি শেষে । চল যাই দুই জনে অনন্ত উদেশে ।