পাতা:কবিতাপুস্তক.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ } , করিতেছি—পৃথিবী শস্যশালিনী হইবে। আমার পূজা দিও। আমার গর্জন অতি ভয়ানক—তোমরা ভয় পাইও না। আমি যখন মন্দগম্ভীরে গর্জন করি, বৃক্ষপত্র সকল কম্পিত করিয়া, শিখিকুলকে নাচ। ইয়া, মৃদু গম্ভীর গজ্জন করি, তখন ইন্দ্রের হৃদয়ে মন্দার মালা ছলিয়া উঠে, নন্দসূত্রশিৰ্ষকে শিখিপুচ্ছ কাপিয় উঠে, পৰ্ব্বত গুহায় মুখর প্রতিধ্বনি হাসিন উঠে । তার বৃত্র নিপাত কালে, বজ সহায় হইয়া ঘে গজ্জন করিয়াছিলাম সে গৰ্জ্জন শুনিতে চাহি ও মা— ভয় পাইবে । বৃষ্টি করব বৈকি ? দেখ কত নবযুথিকা দাম, আমার জলকণার আশায় উৰ্দ্ধমুখী হইয়া আছে । হাদিগের শুভ্র, স্তবাসিত, বদনম গুলে স্বচ্ছু বারিনিসেক, আমি না করিলে কে করে ? বৃষ্টি করিব বৈকি? দেখ, তটিনী কুলের দেহের এখনও পুষ্টি হয় নাই । তাহার যে আমার প্রেরি : c. «r fর রাশি প্রাপ্ত চহয়, পরিপূর্ণ সদয়ে, হাসিস। হাসিয়া, নাচিয়৷ নাচিয়, কল কল শব্দে উভয় কুল তিহত করিয়া, অনন্ত সাগরাভিমুখে ধাবিত 2