পাতা:কবিতাপুস্তক.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| दूटेि برا ہ', আমরা জাতিতে জল, কিন্তু রঙ্গ রস জানি। লোকের চাল ফুটা করিয়া ঘরে উকি মারি-দম্পতার গৃহে ছাদ ফুটা করিয়৷ টু দিই। যে পথে সুন্দর বে। জলের কলসী লইয়া যাইবে, সেই পথে পিছল করিয়া রাখি। মল্লিকার মধুধুইয়া লইয়াগিয়, ভ্রমরের অন্ন মারি । মডি মডকিব দোকান দেখিলে প্রায় ফলার মাখিয়া দিয়া যাই । রামী চাকরাণী Ju Aeu AAAASASASSAgH HBBBB ggg aggSgg রাখি ভণ্ড বামুনের জন্য আচমনীয় যাইতেছে দেখিলে, তাহার জাতি মারি । আমরা কি কম পাত্র ! তোমরা সবাই বল – আমরা রসিক । ত যাকৃ– আমাদের বল দেখ । দেখ পৰ্ব্বত, কন্দর, দেশ প্রদেশ,ধুইয়া লইয়া, নৃতল দেশ নিৰ্ম্মাণ করিব। বিশীর্ণ সূত্রাকার তটিনীকে কুলপ্লাবিনী দেশমজিনী অনন্তদেহধারিণী অনন্ত তরঙ্গিণী জলরক্ষমা করিব । কোন দেশের মানুষ রাখিব কোন দেশের মানুষ মারিব – কত জাহাজ বহিব, কত জাহাজ ডুবাইব-পৃথিবী জলময় করিব – অথচ আমরা কি ক্ষুদ্র! আমাদের মত ক্ষুদ্র কে? আমাদের মত বলবান কে ।