পাতা:কবিতাপুস্তক.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খদ্যোত । খদ্যোত যে কেন আমাদিগের উপহাসের স্থল, তাহা অামি বুঝিতে পারি না । বোধ হয় চন্দ্র সূৰ্য্যাদি বৃহৎ আলোকধার সংসারে আছে বলিয়াই জোনাকির এত অপমান । যেখানেই অল্পগুণবিশিষ্ট ব্যক্তিকে উপহাস করিতে হইবে, সেই খানেই বক্তা বা লেখক জোনাকির অtশ্রয় গ্ৰহণ করেন । কিন্তু হামি দেখিতে পাই সে জোনবিদ অল্প হউক অধিক হউক কিছু জালে আছে-কই আমাদের ত কিছুই নাই। এই অন্ধকারে পৃথিবীতে জন্ম গ্রহণ করিয়া কাহার পথ সালে করিলাস ? .ে আমাকে দেখিয়া,অন্ধকারে, স্তরে,প্রাস্তরে,দুর্দিলে, f লুপদে, বিপাকে, বলিয়াছে, এসে ভাই, চল চল, ঐ দেখ আলে জুলিতেছে, চল ঐ তালে। দেপিয়; পথ চল? অন্ধকার! এ পৃথিবী ভাই বড় অন্ধকার । পথ চলিতে পারি -س ، তখন পথ চলি-নচিলে পারি না । তারাগণ আকাশে উঠিয়, কিছু আলো করে বটে, কিন্তু না । যখন চন্দ্র সূৰ্য্য পাকে