পাতা:কবিতাপুস্তক.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বtল রচনা । ソ* শাখার বিচ্ছেদে কহু, শশধরকর, স্থানে স্থানে পড়িয়ছে, নীল জলোপর।। ঘোর স্তব্ধ নদীতটে ; শুধু ক্ষণে ক্ষণে, পোন কীট যায় আসে নাড় দিয়ে বনে ॥ শুধু অন্ধকার মাঝে, অলক্ষ্য শরীর । কোন হিংস্র পশু ছাড়ে, নিশ্বাস গভীর । অসংখ্য পত্রের শুধু, ভীষণ মৰ্ম্মর। আর শুধু শুনি এক, সঙ্গীতের স্বর। গভীর সঙ্গীত সেই ! ভাসে নদী দিয়ে । ভাঙ্গিল গভীর স্তব্ধ স্বরে শিহরিয়ে-- কখন কোমল স্থির করুণার স্বরে, নেন কোন বিরহিণী কেঁদে কেঁদে মরে । শুনিয়ে তা মনে হয়, ঈষৎ অভিসি, দেন কত সুখ স্বপ্ন, হয়েছে বিনাশ ; কি কারণে দুঃখোদয় কিসের স্মরণে, পিছুই বুঝি না ত বৃ, উচাটন মনে । ফুলিয়ে উঠিছে ধ্বণি, স্থির শূন্য কেটে । ইচ্ছা করে গগনেতে উঠে যাই ফেটে । ছেড়ে সদরের ডোর গ্ৰ ভীর বা তনে । ক্ট করে গলি গিযে মিশি গ{ল সনে । আরে যদি সঙ্গীতের দেহ দেখা প{ষ্ট । ন তনেতে আলিঙ্গিয়া, মোহে মরে যাই ৷