পাতা:কবিতাপুস্তক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যর চন । ললিতা তাহার নাম—রাজার নন্দিনী । জননী না ছিল তার, বিমাতা বাঘিনী । রান্না বড় নিষ্ঠুর, সতত দেয় জালা; গোপনে কতই র্কাদে মাতৃহীনা বালা । দুৰ্জ্জনের সাতে তার বিবাহ সম্বন্ধ— শুনে কেঁদে কেঁদে তার, চক্ষু যেন অন্ধ । মন্মথ নামেতে যুব, সুঠাম সুন্দর, বচনে অমিয় ক্ষরে নারীমনোহর । মোহিল ললিতাচিত তার দরশনে । গোপনে বিবাহ হৈল মিলিল দুজনে । জানিল বিবাহ বার্তা দুরন্ত রাজন । কন্যারে ডাকিয়া বলে পরুম বচন ॥ এ পুরী আঁধার কেন কর কলঙ্কিনী । শাস্ত্র যাও দেশাহরে না হতে যামিনী । ক1ল যদি দেখি তোরে, বধিব পরাণ । ভয়ে বলি। সেই দণ্ডে করিলা প্রস্থান । মন্মথ লইয়। তারে তুলিল নৌকায় । ভয়ে ভীত দুই জনে নদী পেয়ে যায় । পথিমধ্যে দ সুiদল আসিয়া রোধিল । ললিতারে কাfড় লয়ে বনে প্রবেশিল । অলঙ্কাব কেড়ে নিয়ে ছেড়ে দিল তারে । ললিত একাকী ফিরে নদী ধরে ধারে }